পুঞ্চে শুরু হল ‘পুঞ্চ লিংক-আপ ডে’ উদযাপন- ভিডিও

৭৭ তম বর্ষপূর্তিতে দেশপ্রেম ও ইতিহাস স্মরণ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-16 9.16.37 AM

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সেনাবাহিনীর পুঞ্চ ব্রিগেডের ঘাড়ি ব্যাটালিয়ন আনুষ্ঠানিকভাবে ‘পুঞ্চ লিংক-আপ ডে’ উদযাপনের সূচনা করেছে। ১৯৪৮ সালে টানা ১৫ মাসের অবরোধ ভেঙে ভারতীয় সেনার পুঞ্চের সঙ্গে ঐতিহাসিক সংযোগ স্থাপনের ৭৭তম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়। দিনের শুরুতেই শহরজুড়ে দেশপ্রেমী আবহ তৈরি হয়, যখন সেনা সদস্য ও স্থানীয় মানুষ একত্রে সেই ঐতিহাসিক মুহূর্তকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উৎসবের অংশ হিসেবে বিভিন্ন স্কুলের ছাত্র–ছাত্রীরা ‘অপারেশন সিনদুর’–কে থিম করে আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট’ অনুষ্ঠানে নৃত্য, গান, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। এই অনুষ্ঠান শুধু ইতিহাসকেই জীবন্ত করে তুলেনি, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সাহস ও ত্যাগের বোধও আরও গভীরভাবে ছড়িয়ে দিয়েছে।