নিজস্ব সংবাদদাতা: ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ত্রালে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। প্রথমবারের মতো ত্রালের ট্রায়াল চকে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলিত হল এবছর। অর্থাৎ ৭৬ বছরে এই প্রথম তেরাঙ্গা উড়ল ত্রালের আকাশে। যা শান্তি, ঐক্য এবং জাতীয় সংহতির প্রতি এই অঞ্চলের নতুন প্রতিশ্রুতি তুলে ধরল গোটা দেশের সামনে।
অনুষ্ঠানে তরুণ, প্রবীণ এবং শিশুদের একত্রিত অংশগ্রহণ এই দিনের তাৎপর্যকে বাড়িয়ে তোলে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে "ভারত মাতা কি জয়" ধ্বনিতে পুরো ত্রাল গর্জে ওঠে। ত্রালের প্রায় স্থানীয় বাসিন্দারায় এদিন উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। কম করে ১,০০০ জন মানুষ আজ হাজির ছিলেন ট্রায়াল চকে। যার মধ্যে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
/anm-bengali/media/media_files/2025/01/26/Nf2r1OpFBt8o5pvKOVrz.jpg)
ত্রাল, যা একসময় অশান্তির জন্য পরিচিত ছিল, এখন শান্তি ও প্রগতির পথে হাঁটছে। তুষার-ঢাকা পর্বতের পটভূমিতে গর্বিতভাবে উড়তে থাকা ত্রিরঙ্গা ত্রালের এই রূপান্তরের একটি প্রতীক হয়ে দাঁড়ায় এদিন। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি "নয়া কাশ্মীর"-এর দিকে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারির দিন পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। তারপর বহু জল গড়িয়ে গেছে। সেই হামলার বদলাও নিয়ে নিয়েছে ভারত। আর এবার ত্রাল দেখাল ভারতীয় সেনাবাহিনীর ওপর ভরসার ছবি। এই প্রজাতন্ত্র দিবসে, ত্রাল “নয়া কাশ্মীর”-গড়ার জন্য যেন ডাক দিয়ে দিল।
/anm-bengali/media/media_files/2025/01/26/7dp0eS6shdUwBmHPe9Cw.jpg)