কাশ্মীরের রাস্তায় নামলো সেনা কনভয়, সব দৌড়াচ্ছে পুলওয়ামার দিকে

এমন দৃশ্য এর আগে তারা কখনও দেখেনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Army

File Picture

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের রাস্তায় সেনার গাড়ি নতুন কিছু নয়। তবে এবার বিষয়টা একটু আলাদা। ভূ-স্বর্গের রাস্তা ধরে ছুটে চলেছে সেনাদের সাজোঁয়া। প্রায় ৫০-৬০ টার বেশি সেনাবাহিনীর গাড়ি দৌড়াচ্ছে পুলওয়ামার দিকে।

কাশ্মীরের স্থানীয়রাই বলছেন, এমন দৃশ্য এর আগে তারা কখনও দেখেনি। পুলিশ কনভয় করে নিয়ে যাচ্ছে সেনাদের কনভয়কে। একের পর এক সেনাভর্তি গাড়ি দৌড়াচ্ছে পুলওয়ামার দিকে।

indian army

হ্যাঁ, সেই পুলওয়ামা, যেখানে ২০১৯ সালে সেনা কনভয়ের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। আর সেখান থেকেই এবার সন্ত্রাসবাদ দমনের লক্ষ্য স্থির করেছে সেনাবাহিনী। আর তাই দলে দলে নিজেদের ঘাঁটি সাজিয়ে নিচ্ছে ভারতীয় সেনা। পুলওয়ামা, কুপওয়ারা ও উরি সেক্টরে নিজেদের পজিশন নিচ্ছে ভারতীয় সেনা। কেননা লক্ষ্য একটাই, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের সম্পূর্ণ দমন করা।