আহিল্যানগরে প্রতিবাদে অশান্তি, পুলিশের লাঠিচার্জে আটক ৩০

আপত্তিকর রঙোলি ঘিরে উত্তেজনা, পুলিশ বলছে এখন পরিস্থিতি শান্ত।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: নবরাত্রি উৎসব চলাকালীন একটি রঙোলিতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর উপাদান রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আজ সকালে প্রায় ৭টার দিকে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। অভিযোগ জানাতে একদল মানুষ থানায় পৌঁছালে পুলিশ একটি এফআইআর দায়ের করে এবং রঙোলি তৈরি করা এক ব্যক্তিকে গ্রেফতার করে।

তবে অভিযোগকারীরা তাতে সন্তুষ্ট না হয়ে টোফখানা থানার অধীন কোটলা এলাকায় বিক্ষোভে নামে। আধঘণ্টা পর পুলিশ শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের বুঝিয়ে সরে যেতে বললে তারা পাথর ছুঁড়তে শুরু করে। এর জবাবে পুলিশ হালকা লাঠিচার্জ চালায়। অবশেষে ভিড় ছত্রভঙ্গ হয় এবং এলাকায় শান্তি ফিরেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় দ্বিতীয় এফআইআর দায়ের করা হয়েছে এবং প্রায় ৩০ জনকে আটক করা হয়েছে।