কংগ্রেস নেতার বিরুদ্ধে মোষ নিয়ে রাস্তায় শুরু বিক্ষোভ

এবার মোষকে সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হল যাদব সম্প্রদায়ের (Yadav community) মানুষজন। তেলেঙ্গানার যাদব সম্প্রদায়ের সদস্যরা বৃহস্পতিবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক এলাকায় বিক্ষোভ দেখান।

author-image
SWETA MITRA
New Update
protest.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার মোষকে সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হল যাদব সম্প্রদায়ের (Yadav community) মানুষজন। জানা গিয়েছে, তেলেঙ্গানায়রাজ্যকংগ্রেসসভাপতিরেবন্তরেড্ডির যাদবদেরকে নিয়ে মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যেরযাদবসম্প্রদায়রেবন্তরেড্ডিরবিরুদ্ধেএকত্রিতহওয়ারপ্রস্তুতিনিচ্ছে।যাদবসম্প্রদায়কংগ্রেসনেতারকাছেক্ষমাচাওয়ারদাবিজানিয়েছে।

তেলেঙ্গানারযাদবসম্প্রদায়েরসদস্যরাবৃহস্পতিবারহায়দরাবাদেরইন্দিরাপার্কএলাকায়বিক্ষোভদেখান।মোষকে সঙ্গেনিয়েবিক্ষোভকারীরাবিক্ষোভদেখাতেআসেনএবংকংগ্রেসেররাজ্যসভাপতিরেবন্তরেড্ডিকেতাঁরবক্তব্যেরজন্যক্ষমাচাওয়ারদাবিজানান। যাদব সম্প্রদায়ের বক্তব্য, "প্রায়১৫দিনআগেরেবন্তরেড্ডিযাদবসম্প্রদায়কেঅপমানকরেছিলেন।তিনিযদিক্ষমাচান, তাহলেবিষয়টিএখানেইশেষহয়েযাবে, অন্যথায়আমরাদিল্লিতেকংগ্রেসসদরদফতরঘেরাওকরব।‘' দেখুন ভিডিও...