New Update
/anm-bengali/media/media_files/RlfGqJQunv0uqGD7NZVO.webp)
নিজস্ব সংবাদদাতা : একটি দেহব্যবসা চক্র চালানোর অভিযোগে এবার ৪১ বছর বয়সী এক অভিনেতাকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের থানে জেলায়। এই চক্রের মাধ্যমে ওই অভিনেতা উঠতি মডেলদের এই অবৈধ দেহব্যবসার কাজে বাধ্য করতেন বলে অভিযোগ ওঠে। একজন পুলিশ কর্মকর্তা আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061383.jpg)
পুলিশ জানায়,দীর্ঘদিন ধরেই এই চক্রটি সক্রিয় ছিল এবং এর মাধ্যমে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা ও তার আশপাশে নারী পাচার করা হত। এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি অভিযান চালায় এবং হাতেনাতে ওই অভিনেতাকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, ওই অভিনেতা সিনেমায় সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে উঠতি নারী অভিনেতাদের এই অবৈধ ব্যবসায় ঠেলে দিতেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us