ইজরায়েলে আটকে স্ত্রী, মোদীর কাছে বিশেষ আর্জি এক অসহায় স্বামীর

সপ্তম দিনে পা দিল ইজরায়েল ও হামাসের সংঘর্ষের ঘটনা। বাড়ছে উদ্বেগ।

author-image
SWETA MITRA
New Update
war tami.jpg

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলে (Israel) গিয়ে আটকে রয়েছে তাঁর স্ত্রী। এদিকে স্ত্রীকে ফিরিয়ে আনতে কেন্দ্রের কাছে আর্জি জানালেন তামিলনাড়ুকৃষিবিশ্ববিদ্যালয়ের (Tamil Nadu Agriculture University) অধ্যাপকডঃরমেশ। তাঁরস্ত্রীডঃরাধিকাএকটিসম্মেলনেযোগদিতেইজরায়েলগিয়েছিলেন, সেখানে আটকে পড়েছেন। এই বিষয়ে ডঃরমেশ বলেন, "আমারস্ত্রীদুইমাসেরপ্রশিক্ষণপ্রোগ্রামেরজন্যইজরায়েলেগিয়েছিলেন। যদিও ইজরায়েল ও হামাসের মধ্যেচলমানসংঘাতেরকারণেআমার স্ত্রী সেখানে আটকে পড়েছে।আমিতারকাছথেকেবার্তাপেয়েছিযেসেবর্তমানেনিরাপদেআছেকিন্তুঅনেকচাপেরমধ্যেরয়েছেন। আমিসরকারপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরকাছেঅনুরোধকরছিতাকেউদ্ধারকরেঅপারেশনঅজয়েরআওতায়ভারতেনিয়েআসারজন্য।তারবাবা-মাওউদ্বিগ্ন।আমারছেলেওতারমায়েরসঙ্গেদেখাকরতেআগ্রহী।“ দেখুন...