/anm-bengali/media/media_files/2025/12/04/screenshot-2025-12-04-1m-2025-12-04-22-02-38.png)
নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবীরকে দল থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিবরেওয়াল। তিনি বলেন, “এটা নিছক রাজনৈতিক নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের সুবিধা মতো ব্যবহার করেছেন। এখন যা করছেন, তা শুধু দেখানোর রাজনীতি ও গিমিক।”
/anm-bengali/media/post_attachments/7eb4bb9a-780.png)
তিবরেওয়াল প্রশ্ন তোলেন, যদি সত্যিই দল তাকে বরখাস্ত করতে চাইত, তবে ২০২৪ সালে বাবরি মসজিদ ইস্যু বা মুর্শিদাবাদে ‘৩০% হিন্দুকে ভাগীরথীতে ফেলে হত্যা করা হবে’—এমন বক্তব্যের সময় ব্যবস্থা নেওয়া হয়নি কেন। তার দাবি, “হুমায়ুন কবীর হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, উভয়ই চোরের নেতৃত্বে চলছে।”
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।
#WATCH | Kolkata, West Bengal: On suspension of TMC Leader Humayun Kabir from party, BJP leader Priyanka Tibrewal says, "This is nothing but theatrics. We have seen that Mamata Banerjee has always used them as per her own convenience. This is nothing but politics and gimmicks… pic.twitter.com/wEXNTLLYd6
— ANI (@ANI) December 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us