ভাগলপুরে প্রিয়ঙ্কা গান্ধীর তোপ — “দশ হাজার টাকা নিন, কিন্তু ভোট দেবেন না মিথ্যা প্রতিশ্রুতিদাতাদের”

নারী নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে এনডিএ সরকারের সমালোচনায় কংগ্রেস নেত্রীর সরব আক্রমণ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-08 2.51.58 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের প্রথম দফার ভোটের আগে আজ ভাগলপুরে এক জনসভায় কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনডিএ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তাঁর অভিযোগ, “মোদীজি ভাবছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং দশ হাজার টাকা দেখিয়ে তিনি আপনাদের ভোট কিনে নিতে পারবেন। কিন্তু বিগত বিশ বছর ধরে বিহারে ওদেরই সরকার, আর এই সময়ে মহিলাদের জন্য কিছুই করা হয়নি। নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তারা।”

প্রিয়ঙ্কা বলেন, “বিহারে নারীদের ওপর অপরাধ তিনগুণ বেড়েছে, অথচ সরকার মুখে কেবল উন্নয়নের কথা বলছে। সত্যি বলতে কী, ওরা এখন মানুষের সমস্যার সমাধান না করে শুধু ভোট পাওয়ার জন্য টাকাপয়সা বিলিয়ে বেড়াচ্ছে। আমি আপনাদের বলছি—ওরা যদি দশ হাজার টাকা দেয়, টাকা নিয়ে নিন, কিন্তু ভোট দেবেন না তাদের।” তিনি আরও বলেন, “বিহারের মহিলারা আজ নিজেদের অধিকারের জন্য, নিজেদের নিরাপত্তার জন্য লড়ছেন। তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। পরিবর্তনের সময় এখন এসেছে, কারণ বিহারের মানুষ আর প্রতারণা নয়—সত্যিকারের উন্নয়ন চায়।”