/anm-bengali/media/media_files/UAxMyp8NdaFw2sq1x9D7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েল-হামাস সংঘাত (Israel Hamas Conflict) নিয়ে এবার ভয়ানক তথ্য দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি আজ শুক্রবার এক টুইট বার্তায় লেখেন, ‘গাজায় সাত হাজার মানুষ নিহত হওয়ার পরও রক্তপাত ও সহিংসতার অবসান ঘটেনি। এই ৭০০০ জনের মধ্যে ৩০০০ ছিল নিরপরাধ শিশু। এমন কোনো আন্তর্জাতিক আইন নেই, যা কেড়ে নেওয়া হয়নি। এমন কোনও সীমা নেই যা আপোস করা হয়নি। এমন কোনো আইন নেই যা অমান্য করা হয়নি। মানবজাতির সম্মিলিত চেতনা কি শেষ পর্যন্ত জেগে উঠবে আরো কত প্রাণ হারানোর পর, নাকি সেই চেতনা অবশিষ্ট থাকবে না?’
गाजा में 7000 मनुष्यों की हत्या के बाद भी रक्तपात और हिंसा का दौर थमा नहीं। इन 7000 लोगों में से 3000 मासूम बच्चे थे।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 27, 2023
कोई ऐसा अंतरराष्ट्रीय कानून नहीं, जिसे कुचला न गया हो। कोई ऐसी मर्यादा नहीं, जिसे तार-तार न किया गया हो। कोई ऐसा क़ायदा नहीं, जिसकी धज्जियाँ न उड़ी हों।…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us