New Update
/anm-bengali/media/media_files/VhnM19BHJbYk5epJ0Np2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দাদার ছেড়ে আসা আসন ওয়ানাড থেকে বিশাল ভোটে জয় পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আগামীকাল লোকসভায় সাংসদ হিসেবে শপথ নেবেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী। বিগত লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি তখন তাতে লড়াই করেননি। তবে পরে ওয়ানাড উপনির্বাচনে লড়াই করে প্রথমবারের মত লোকসভায় সাংসদ হিসাবে পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তার সাংসদ হিসাবে পথ চলার দিকে এখন গোটা দেশ তাকিয়ে। এছাড়াও আগামীকাল শপথ নেবেন রবীন্দ্র চবন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us