দৌসা থেকে জনসাধারণের কথা শোনালেন প্রিয়াঙ্কা

'জনসাধারণ ক্লান্ত এবং তারা বদলের মেজাজে রয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 rajasthan vote assembly.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের দৌসা থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাঢরা এদিন বলেন, “জনসাধারণকে জিজ্ঞাসা করুন, তারা কী বলতে চান। আমি অনুভব করি যে জনসাধারণ ক্লান্ত এবং তারা বদলের মেজাজে রয়েছে। মানুষ চায় তাদের সমস্যা সমাধান করতে। কিন্তু ১০ বছরে বিজেপি সরকার সেখানে বেকারত্ব, মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। সমস্যা আরও বেড়েছে”।

priyanka gandhik224.jpg

modi shah.jpg

Add 1