সরকারের ভরসায় মানুষ পহেলগাঁও গিয়েছিল, সরকার ঈশ্বরের ভরসায় ছেড়ে দিয়েছে- প্রিয়াঙ্কা গান্ধী!

সরকারকে কটাক্ষ করলেন এই নেত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
priyanka sad.jpg

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী পক্ষের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রাখেন। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সেনাবাহিনীর বীরত্বকে অভিবাদন জানিয়ে বলেন, "অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল, কিন্তু ১৯৪৮ সালে পাকিস্তানের প্রথম অনুপ্রবেশের পর থেকে আমাদের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মন্ত্রীরা সব দিক তুলে ধরেছেন, এমনকি ইতিহাসও পড়ান, কিন্তু একটা জিনিস রয়ে গেছে। পহেলগামে আক্রমণ কীভাবে হয়েছিল, কেন হয়েছিল? এই প্রশ্নটি এখনও তাড়া করে বেড়ায়"। প্রিয়াঙ্কা গান্ধী শুভম দ্বিবেদীর স্ত্রীর নাম নিয়ে বলেন, "মানুষ সরকারের উপর আস্থা রেখে পহেলগামে গিয়েছিল, কিন্তু সরকার তাদের ঈশ্বরের করুণার উপর ছেড়ে দিয়েছে। এই হামলার জন্য কে দায়ী? নাগরিকদের সুরক্ষা দেওয়া কি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নয়? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কি নয়?" তিনি টিআরএফ প্রতিষ্ঠা, এর কার্যক্রম এবং এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, "এমন কোনও সরকারি সংস্থা নেই যার কাছে এই ধরণের ভয়াবহ হামলার পরিকল্পনার কোনও ধারণা নেই। এটা কি সংস্থাগুলির ব্যর্থতা নয়? এটা একটা বড় ব্যর্থতা"।

Modi