নিজস্ব সংবাদদাতা : ফের একবার গাজার পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন,''আমি এর আগেও অনেকবার বলেছি যে, গাজায় যা ঘটছে তা অমানবিক, প্রতিটি দিক থেকেই এই আচরণ ভুল। আর আমি বারবার এই কথাই বলব।” এরপর তিনি আরও বলেন, “আমরা মানবিকতা, ন্যায় এবং সহানুভূতির পক্ষেই কথা বলব সব সময়।”
/anm-bengali/media/media_files/d2AGNq9k7DgHwohDS9rL.jpg)
BREAKING: গাজায় যা ঘটছে, তা অমানবিক ! ইরান-ইসরায়েল যুদ্ধের মাঝেই গাজা নিয়ে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধী
কি বললেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ?
নিজস্ব সংবাদদাতা : ফের একবার গাজার পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন,''আমি এর আগেও অনেকবার বলেছি যে, গাজায় যা ঘটছে তা অমানবিক, প্রতিটি দিক থেকেই এই আচরণ ভুল। আর আমি বারবার এই কথাই বলব।” এরপর তিনি আরও বলেন, “আমরা মানবিকতা, ন্যায় এবং সহানুভূতির পক্ষেই কথা বলব সব সময়।”