/anm-bengali/media/media_files/Qzbw3QsLNxFAVdxEqGX1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার কেরালার ওয়েনাডের এক জনসভায় হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadhra)। বিজেপিকে নিশানা করে প্রিয়াঙ্কা বলেন, 'রাহুল গান্ধীকে এমন একটি প্রশ্ন করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে যার উত্তর বিজেপি দিতে পারেনি। গোটা সরকার গৌতম আদানিকে রক্ষা করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আদানিকে রক্ষা করছেন। বিজেপি আমাদের গণতন্ত্রকে মাথার উপর ঘুরিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন তার ড্রেসিং স্টাইল পরিবর্তন করছেন কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনও পরিবর্তন করছেন না। সাধারণ মানুষ ভালো চাকরির জন্য প্রতি নিয়ত লড়াই করে যাচ্ছেন।'
Kerala | Rahul Gandhi was disqualified for asking a question that they (BJP) could not answer. The whole govt is trying to defend Gautam Adani. The PM is defending Adani. BJP turning our democracy on its head. PM is changing his dressing style every day but there is no change in… pic.twitter.com/24IY0rtmUN
— ANI (@ANI) April 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us