‘মহারাষ্ট্রের জনগণের সাথে অন্যায় করলেন স্পিকার!’

একনাথ শিন্ডের দলকেই আসল শিবসেনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
uddhav1

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের রাজনীতি ফের একবার সরগরম। কেননা মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকারের রায়ে একনাথ শিন্ডের দলকেই আসল শিবসেনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদ্ধব ঠাকরের আবেদন খারিজ করে দিয়েছেন তিনি। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ উদ্ধব ঠাকরে। এদিন সেই সংক্রান্ত বিষয়ে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, “তারা চিরকাল ক্ষমতায় থাকবে না। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দুর্ভাগ্যজনক এবং ভারতের সংবিধানের বিরুদ্ধে। মহারাষ্ট্রের জনগণের সাথে নির্বাচন কমিশন এবং স্পিকার যে ধরনের অন্যায় করলেন, তাতে রাজ্যের জনগণই তাঁদের উত্তর দেবে”।

hiren