শিবকুমারের পেছনে CBI! বিজেপির দিকে আঙুল তুললেন হেভিওয়েট নেতা

কর্ণাটকের প্রাক্তন বিজেপি সরকার ডিকে শিবকুমারের বিরুদ্ধে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছিল। কর্ণাটকের মন্ত্রী এইচ কে পাতিল বলেন, মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আগের সরকারের সিদ্ধান্ত আইন অনুযায়ী ছিল না।

author-image
SWETA MITRA
New Update
dk shivkumar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বড় স্বস্তি পেয়েছেন কর্ণাটকেরউপ-মুখ্যমন্ত্রীডিকেশিবকুমার (DK Shivkumar)। তাঁর বিরুদ্ধেআয়বহির্ভূতসম্পদেরমামলারতদন্তেরজন্যসিবিআইকেদেওয়াসম্মতিপ্রত্যাহার করা হয়েছে। এবার বিষয়েবড় দাবি করলেন কর্ণাটকেরমন্ত্রীপ্রিয়াঙ্কখাড়গে (Priyank Kharge)। তিনিবলেছেন, "বিজেপিকেবলহুমকিদিতেপারে।তারাসোশ্যালমিডিয়াএবংএজেন্সিরমাধ্যমেএটিচেষ্টাকরেছে।গতকালথেকেতারাডিকেশিবকুমারেরঅসামঞ্জস্যপূর্ণমামলায়একইকাজকরছেন।বিজেপিএইইস্যুতেকেবলভুলতথ্যছড়াচ্ছে।ডিকেশিবকুমারেরবিরুদ্ধেমামলাটিরাজনৈতিকউদ্দেশ্যপ্রণোদিতছিলএবংএটিকংগ্রেসএবংসিদ্দারামাইয়া, ডিকেশিবকুমারকেনিয়ন্ত্রণকরারজন্যদায়েরকরাহয়েছিলকারণতারা (বিজেপি) নির্বাচনেহেরেযাচ্ছিল।“