রাম মন্দিরের ভিড় সামলাতে পথে নামলেন খোদ মুখ্য সচিব

ঘটনার কথা জানার পর থেকেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী।

New Update
1ayodhyasecurity.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার রাম মন্দিরে জনস্রোতের প্রভাব দেখে গতকাল থেকেই বদলেছে পরিস্থিতি। প্রাণ প্রতিষ্ঠার পরের দিনই যে জনসমুদ্রের স্রোতে ভেসে যাবে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, তেমনটা কল্পনাও করতে পারেনি ইউপি পুলিশ। ঘটনার কথা জানার পর থেকেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। করেছেন জরুরী বৈঠক। বৈঠক রয়েছে আজও। কিন্তু আজ তার আগে ভিড় সামাল দিতে ময়দানে নেমেছেন খোদ ইউপি প্রিন্সিপাল সেক্রেটারি, স্বরাষ্ট্র, সঞ্জয় প্রসাদ। রয়েছেন উত্তরপ্রদেশের স্পেশাল ADGLO প্রশান্ত কুমার।

উত্তরপ্রদেশের স্পেশাল ADGLO প্রশান্ত কুমার এদিন বলেন, “লোকেরা এখানে বিপুল সংখ্যক জড়ো হয়েছে। প্রধান স্বরাষ্ট্র সচিব এবং আমাকে এখানে পাঠানো হয়েছে। আমরা ভিড় সামলানোর যাবতীয় ব্যবস্থাপনা শুরু করেছি। আমরা মানুষের জন্য নির্দিষ্ট চ্যানেল তৈরি করে দিচ্ছি”।

 

স্ব

স

স