প্রধানমন্ত্রীর বক্তব্য ঐতিহাসিক- রবিশঙ্কর প্রসাদ

"প্রধানমন্ত্রীর বক্তব্য ঐতিহাসিক, নতুন ভারত সন্ত্রাসের সামনে মাথা নোয়াবে না" — বললেন রবিশঙ্কর প্রসাদ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-29 10.29.50 PM

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে "ঐতিহাসিক" বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তাঁর মতে, প্রধানমন্ত্রী ভারতের সন্ত্রাস-বিরোধী অবস্থানকে অত্যন্ত প্রভাবশালীভাবে তুলে ধরেছেন এবং একটি আত্মবিশ্বাসী, অচল ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছেন।


রবিশঙ্কর প্রসাদ বলেন, “এই হলো নতুন ভারত—যে মাথা নোয়াবে না, পিছু হটবে না, বরং সন্ত্রাসবাদীদের পরাস্ত করবে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারতের বিদেশনীতি, কূটনীতি, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং সেনাবাহিনীর সক্ষমতা সম্পর্কে স্পষ্টভাবে বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এই অভিযান চালাতে বিশ্বের কোনও দেশের চাপে তিনি ছিলেন না।” রবিশঙ্করের দাবি, মোদীর এই বক্তব্য শুধুমাত্র একটি রাজনৈতিক ভাষণ নয়, এটি দেশের আত্মবিশ্বাস এবং প্রতিরক্ষা নীতির প্রতিফলন। তাঁর মতে, এই ভাষণ গোটা দেশের মনোবল আরও দৃঢ় করবে।