/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে দেশ জুড়ে চর্চা বজায় রয়েছে। এবার প্রধানমন্ত্রীর মুখের নাম প্রকাশ্যে আনল সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টি অফিসের বাইরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে 'ভবিষ্যত প্রধানমন্ত্রী' দাবি করে পোস্টার টানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রী হিসাবে এতদিন রাহুল গান্ধী, নীতিশ কুমার আবার বাংলার অনেক মানুষের মুখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেলেও এবার অখিলেশ যাদবের নাম সামনে আসায় চর্চা তৈরি হয়েছে। অনেকের মনেই প্রশ্ন আসছে তাহলে কি ইন্ডিয়া জোট জয় পেলে অখিলেশ যাদবই হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী? এবার এই বিষয়ে মন্তব্য রেখেছেন সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান চান্দ। তিনি বলেছেন, "অখিলেশ যাদবের জন্মদিন ১ জুলাই, কিন্তু তাদের নেতার প্রতি তাদের ভালবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করার জন্য সমাজবাদী পার্টির কর্মীরা একাধিকবার তার জন্মদিন উদযাপন করে। আজ তার জন্মদিন পালন করছেন দলের কয়েকজন নেতাকর্মী। দলের কর্মীরা প্রার্থনা করছেন যে অখিলেশ যাদব দেশের প্রধানমন্ত্রী হন এবং মানুষের সেবা করেন"।
#WATCH | Lucknow, UP: On posters of Samajwadi Party Chief Akhilesh Yadav symbolising him as the 'Future PM' outside the Samajwadi Party Office, Party spokesperson Fakhrul Hasan Chaand says, "Akhilesh Yadav's birthday is on July 1, but to express their love and respect towards… https://t.co/ATyMB71VkSpic.twitter.com/SdoAfu9USi
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us