হাইভোল্টেজ 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ', বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি রয়েছে। উপস্থিত থাকবেন শঙ্কারাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর দ্বৈতাপতি সহ আরও অনেকে।

author-image
SWETA MITRA
New Update
modipuja1

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার কলকাতারব্রিগেডগ্রাউন্ডেআয়োজিতহতে চলেছে 'লক্ষ কণ্ঠেগীতাপাঠ' (Lokkho Kanthe Gita Path) অনুষ্ঠান। এদিকে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশেষ বার্তা দিলেন দেশেরপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।তিনি এক বার্তায়বলেছেন যে, 'একলক্ষমানুষেরগীতাপাঠেরলক্ষ্যেযেউদ্যোগনেওয়াহয়েছেতাসত্যিইপ্রশংসনীয়।‘ এখন প্রশ্ন উঠছে, তিনি কি বাংলায় এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসবেন?