এবার মিশর! বিরাট সিদ্ধান্ত প্রধানমন্ত্রী মোদীর

আগামী ২১ থেকে ২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সরকারি সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঠাসা কর্মসূচি নিয়ে আমেরিকা সফরে যাচ্ছেন বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
modi egypt.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বিদেশ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী২০থেকে২৫জুনযুক্তরাষ্ট্রমিশরসফরকরবেনভারতেরপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।মার্কিনপ্রেসিডেন্টজোসেফবাইডেনফার্স্টলেডি. জিলবাইডেনেরআমন্ত্রণেপ্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্রেসরকারিসফরেযাচ্ছেন। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে,প্রধানমন্ত্রী২১জুনজাতিসংঘসদরদপ্তরেআন্তর্জাতিকযোগদিবসউদযাপনেরনেতৃত্বদেবেন। এর পাশাপাশি ২০২৩ সালের ২৪ থেকে ২৫ জুন মিশরে রাষ্ট্রীয় সফরে কায়রো যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশরের (Egypt) প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে এই সফর। প্রধানমন্ত্রীর এটাই প্রথম মিশর সফর।