/anm-bengali/media/media_files/2DMjHFHlKWYfNd9zRGnl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বিদেশ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী২০থেকে২৫জুনযুক্তরাষ্ট্রওমিশরসফরকরবেনভারতেরপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।মার্কিনপ্রেসিডেন্টজোসেফবাইডেনওফার্স্টলেডিড. জিলবাইডেনেরআমন্ত্রণেপ্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্রেসরকারিসফরেযাচ্ছেন। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে,প্রধানমন্ত্রী২১জুনজাতিসংঘসদরদপ্তরেআন্তর্জাতিকযোগদিবসউদযাপনেরনেতৃত্বদেবেন। এর পাশাপাশি ২০২৩ সালের ২৪ থেকে ২৫ জুন মিশরে রাষ্ট্রীয় সফরে কায়রো যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশরের (Egypt) প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে এই সফর। প্রধানমন্ত্রীর এটাই প্রথম মিশর সফর।
Prime Minister Narendra Modi will visit USA and Egypt from 20 to 25 June.
— ANI (@ANI) June 16, 2023
At the invitation of US President Joseph Biden and First Lady Dr. Jill Biden, PM will pay an official State visit to USA. The visit will commence in New York, where the PM will lead the celebrations of the… pic.twitter.com/g6VWLMTOty
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us