/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা : আগামী ১১ ও ১২ নভেম্বর ২০২৫ তারিখে একটি রাষ্ট্রীয় সফরে (State Visit) ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রক (MEA) এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা করে জানিয়েছে যে, নিয়মিত উচ্চ-পর্যায়ের আদান-প্রদানের ঐতিহ্য বজায় রেখে দুই দেশের মধ্যেকার বিশেষ বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করাই এই সফরের প্রধান লক্ষ্য।
এছাড়াও এই সফরটি ভুটানের প্রাক্তন রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের ৭০তম জন্মদিন উদযাপনের সঙ্গেও মিলে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদি এই উদযাপনের একজন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Lm7Lfzwraglmel3nQukT.png)
এই সফরের একটি প্রধান আকর্ষণ হবে ভারত-ভুটান সহযোগিতায় তৈরি ১০২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পুনাটসাংছু-২ জলবিদ্যুৎ প্রকল্পের (Punatsangchhu-II Hydropower Project) উদ্বোধন। এই প্রকল্পটি ভুটানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে দেবে এবং ভারতে পরিচ্ছন্ন শক্তি রপ্তানিতে সহায়তা করবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us