আজ গুয়াহাটিতে রোডশো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে অংশগ্রহণ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-13 5.07.40 PM

নিজস্ব সংবাদদাতা: আজ অসমের গুয়াহাটিতে রোডশো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতের প্রখ্যাত সঙ্গীত সম্রাট ও ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গুয়াহাটি শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাস্তাজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি ভূপেন হাজারিকার গান বাজিয়ে সাধারণ মানুষকে স্মরণ করানো হচ্ছে তাঁর অবদান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মোদীর রোডশোতে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভূপেন হাজারিকার সাংস্কৃতিক উত্তরাধিকারকে সামনে রেখে নানা সাংস্কৃতিক কর্মসূচিও আয়োজন করা হয়েছে।