/anm-bengali/media/media_files/xqQWdP4hlL5gOJ04d8Dy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার একদিকে যখন দেশের একাধিক রাজ্যে উপ নির্বাচনের ভোটগণনা চলছে, ঠিক তখনই প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)বিশ্বনেতাদেরসঙ্গে১৫টিরওবেশিদ্বিপাক্ষিকবৈঠককরবেন।৮সেপ্টেম্বরপ্রধানমন্ত্রীমরিশাস, বাংলাদেশওযুক্তরাষ্ট্রেরনেতৃবৃন্দেরসঙ্গেদ্বিপক্ষীয়বৈঠককরবেন। এরপর৯সেপ্টেম্বরজি-২০সম্মেলনেরপাশাপাশিপ্রধানমন্ত্রীযুক্তরাজ্য, জাপান, জার্মানিওইতালিরসঙ্গেদ্বিপক্ষীয়বৈঠককরবেনএবং১০সেপ্টেম্বরপ্রধানমন্ত্রীফরাসিপ্রেসিডেন্টইমানুয়েলম্যাক্রোঁরসঙ্গেমধ্যাহ্নভোজসারবেন প্রধানমন্ত্রী বলে খবর। শুধু তাই নয়,তিনিকানাডারসঙ্গেদ্বিপক্ষীয়বৈঠককরবেনএবংকমোরোস, তুর্কি, সংযুক্তআরবআমিরাত, দক্ষিণকোরিয়া, ইইউ/ইসি, ব্রাজিলওনাইজেরিয়ারসঙ্গেদ্বিপক্ষীয়বৈঠককরবেন বলে সূত্রে খবর।
Prime Minister Narendra Modi to hold more than 15 bilateral meetings with world leaders. On 8th September, PM will hold bilateral meetings with leaders of Mauritius, Bangladesh and USA. On 9th September, in addition to the G20 meetings, PM will hold bilateral meetings with the… pic.twitter.com/OAGVTBjTyx
— ANI (@ANI) September 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us