শূন্য হবে গরিব মানুষের বিদ্যুৎ বিল, বাড়ির ছাদে বসবে সৌরবিদ্যুৎ প্রকল্প! জানিয়ে দিলেন মোদী

দেশের নতুন বাজেট নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

New Update
ক্লক,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "দেশের নতুন বাজেট মাত্র দু'দিন আগেই এসেছে। এই বাজেট সেই নীতিকে আরও শক্তিশালী করল যা অনুসরণ করে গত ১০ বছরে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। বাজেট ঘোষণা গরিব মানুষের ক্ষমতায়নের গ্যারান্টি।  আমাদের যুবসম্প্রদায় হোক, মহিলা হোক, কৃষক হোক, মৎস্যজীবী হোক না কেন, এই বাজেট সকলের উন্নয়ন সুনিশ্চিত করেছে।" 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, "গত ১০ বছরে, আমরা সেই গ্রামগুলোতেও বিদ্যুৎ সরবরাহ করেছি যা দেশ স্বাধীনতার পরেও অন্ধকারে ছিল।  আমরা দেশে এলইডি বাল্বের এক নতুন বিপ্লব এনেছি যাতে গরিবদের বিদ্যুৎ বিল কমানো যায়। এখন আমাদের প্রচেষ্টা দেশের গরিব মানুষের বিদ্যুৎ বিল শূন্য হয়ে যাক এবং এই বাজেটে ১ কোটি পরিবারের জন্য বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প ঘোষণা করা হয়েছে।" 

cityaddnew

aad

aad