বিশ্বের প্রাচীনতম জীবন্ত সভ্যতা হল ভারতঃ প্রধানমন্ত্রী মোদী

২০২৪ লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের প্রথম দফার ভোটের পর দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। আজ বিশেষ বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Probha Rani Das
New Update
sqweew6.jpg

নিজস্ব সংবাদদাতাঃপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারত কেবল বিশ্বের প্রাচীনতম জীবন্ত সভ্যতাই নয়, মানবতার জন্যও নিরাপদ আশ্রয়স্থল। ভারতই নিজের জন্য নয়, গোটা ভারতের কথা ভাবে'ইয়ে ভারত হে হ্যায় জো অহম নেহি ভায়াম কি সোচতা হ্যায়'। ভারতই নীতি ও নিয়তির কথা বলে।” 

modi pm kopp.jpg

Add 1