মন কি বাতঃ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, মোদীর মুখে নারী শক্তির জয়জয়কার

মন কি বাতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে বড় বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

New Update
কজন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের প্রথম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, "এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ আশ্চর্যজনক ছিল। তবে কুচকাওয়াজে নারীর ক্ষমতায়নের বিষয়টি ছিল সবচেয়ে আলোচিত। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং দিল্লি পুলিশের মহিলা দলগুলো যখন কর্তব্য পথে অগ্রসর হতে শুরু করল, তখন প্রত্যেকে গর্বিত হয়ে উঠলেন। এবার কুচকাওয়াজে অংশ নেওয়া ২০টি কন্টিনজেন্টের মধ্যে ১১ জনই ছিলেন মহিলা কন্টিনজেন্ট। ট্যাবলোতে সব শিল্পীই ছিলেন নারী। ১৫০০ কন্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। অনেক মহিলা শিল্পী শঙ্খ, নাদস্বরম এবং নাগদার মতো ভারতীয় বাদ্যযন্ত্রও বাজাচ্ছিলেন। ডিআরডিও-র ট্যাবলোও নজর কেড়েছে সকলের। জল, স্থল, বায়ু, সাইবার বা মহাকাশ প্রতিটি ক্ষেত্রে নারী শক্তি কীভাবে দেশকে রক্ষা করছে, তা দেখিয়ে দেওয়া হয়েছে। "

hire