প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছেন না দেশের প্রধানমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
modi sadss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার তেলুগুঅভিনেতাচন্দ্রমোহনেরপ্রয়াণেশোকপ্রকাশকরলেন দেশেরপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘প্রখ্যাত তেলুগু অভিনেতা শ্রী চন্দ্র মোহন গারুর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর শক্তিশালী অভিনয় এবং অনন্য ক্যারিশমা প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছিল। তার চলে যাওয়া সৃজনশীল জগতে একটি শূন্যতা রেখে গেছে যা পূরণ করা কঠিন হবে। আমার সমবেদনা তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি। ওম শান্তি।‘