New Update
/anm-bengali/media/media_files/1k3i3fphCE65NStU20i2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার থেকে সংসদে আগামী ৫ দিন ধরে বিশেষ অধিবেশন শুরু হবে। এদিকে সংসদ ভবনে পৌঁছালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন প্রথমেই চন্দ্রযানের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'জি ২০-র সাফল্য অভূতপর্ব। ভারত উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাচ্ছে। দেশজুড়ে নতুন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। এই অধিবেশন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ।' এদিন নাম না করে বিরোধীদের চরম কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন।'
#WATCH | Prime Minister Narendra Modi arrives at the Parliament. pic.twitter.com/FvnJlu1yxH
— ANI (@ANI) September 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us