মহিলাদের সামনে মাথানত করলেন প্রধানমন্ত্রী মোদী

মহিলা সংরক্ষণ বিল টি রাজ্যসভা এবং লোকসভায় পাস হয়েছে। রাজ্যসভায় ২১৪ টি ভোট এবং লোকসভায় ৪৫৪ টি ভোট মহিলা সংরক্ষণের পক্ষে ছিল, যার অধীনে এই বিলটি উভয় কক্ষে পাস হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
QWW.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান। বিজেপির সদর দফতরে হাজির হলেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)। আজ শুক্রবারমহিলাসংরক্ষণবিলপাসহওয়ারপরেবিজেপিরসদরদফতরেপৌঁছেছেন তিনিযেখানেউদযাপনচলছে। শুধু তাই নয়, মহিলা সংরক্ষণ বিল পাস করার জন্য প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী মহিলাদের সম্মান দেওয়ার জন্য একটু ঝুঁকেওছেন। দেখুন সেই ভিডিও...