৮ জনের মর্মান্তিক মৃত্যু! বিরাট ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী

শনিবার কৃষ্ণগিরির পুলিশ সুপার সরোজ কুমার ঠাকুর জানিয়েছেন, পাঝায়াপেট্টাই এলাকায় রবি নামে এক ব্যক্তির মালিকানাধীন আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
modi saddddddd.jpg

নিজস্ব সংবাদদাতাঃ  শনিবার সকালে তামিলনাড়ুর (Tamil nadu) কৃষ্ণগিরি জেলায় একটি আতশবাজি কারখানার গুদামে বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi) মৃতদেরপরিবারকেপ্রধানমন্ত্রীর তহবিলথেকে লক্ষটাকাএবংআহতদের৫০,০০০টাকাঅনুদানদেওয়ারকথাঘোষণাকরেছেন এদিন শনিবার প্রধানমন্ত্রীর তরফে বলা হয়, "তামিলনাড়ুরকৃষ্ণগিরিতেএকটিআতশবাজিকারখানায়মর্মান্তিকদুর্ঘটনায় প্রাণহানিরঘটনায়গভীরভাবেশোকাহতএইঅত্যন্তকঠিনসময়েনিহতদেরপরিবারেরসঙ্গেআমারসমবেদনাপ্রার্থনারয়েছে।"