প্রধানমন্ত্রী মোদী ঐক্যের জাতীয় কাঠামোকে দৃঢ় করেছেন... রাজনাথ সিং

'ইন্ডিয়া' জোট নিয়ে রাজ্য রাজনীতি বেশ কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে। বিজেপি বিরোধী দলগুলি এই জোটের মূল।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইয়ের ''থিরুমুরাই থিরুভিঝা" উৎসবে যোগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, '' ভারতের একত্বকে প্রশ্ন করা একটি খারাপ ধারণা। আমাদের প্রধানমন্ত্রী মোদি আমাদের সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কাঠামোকে সক্রিয়ভাবে প্রয়োগ করছেন ৷ প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে, সমগ্র জাতিকে শারীরিক ও মানসিকভাবে একত্রিত করা হয়েছে। "

hiren

hiring.jpg