/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা : বিমান বিভ্রাটের গেরোয় ফেরা হয়নি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। একে একে রাষ্ট্রনেতারা যখন ফিরে যাচ্ছেন তখন বাধ্য হয়েই এ দেশে থেকে যেতে হয়েছিল তাকে। জি-২০ সম্মেলনের পর অতিরিক্ত ২ দিন ভারতে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার মিটল সমস্যা। কানাডার উদ্দেশ্যে রওনা হলেন ট্রুডো। গত ৮ সেপ্টেম্বর দিল্লিতে পা রেখেছিলেন। ৪ দিন ভারতে ছিলেন। ট্রুডোকে বিমানবন্দরে বিদায় জানাতে যান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্টে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের আমার সহকর্মীদের পক্ষে, আমি জাস্টিন ট্রুডোকে ধন্যবাদ জানাতে আজ বিমানবন্দরে ছিলাম। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি-২০ সম্মেলনে তার উপস্থিতির জন্য এবং তাকে এবং তার সফরসঙ্গীদের দেশে ফিরে একটি নিরাপদ সফরের শুভেচ্ছা জানিয়েছেন। "
/anm-bengali/media/media_files/Ys5P5EHPPx1T1CqrkNYP.jpg)
প্রসঙ্গত, জি-২০-র পর কানাডার প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল জানতে পারেন তাকে বহনকারী বিমান, ফ্লাইং তাজমহলে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। মেরামত করতে সময় লাগবে। এরপর, কানাডা আরেকটি ফ্লাইট পাঠায় যা প্রধানমন্ত্রীকে দেশে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই বিমানও আটকে পড়ে। তারপর ভারতেই থেকে যেতে হয় ট্রুডোকে।
Union Minister Rajeev Chandrasekhar tweets, "On behalf of PM Narendra Modi and my colleagues in Govt, I was at the airport today to thank Justin Trudeau, Prime Minister of Canada for his presence at the G20 Summit and wished him and his entourage a safe trip back home."
— ANI (@ANI) September 12, 2023
(Pic:… pic.twitter.com/6lSmUj4xFF
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us