ক্রমেই চড়ছে টমেটোর দাম, মধ্যবিত্তদের পকেটে টান

আরও বাড়বে টমেটোর দাম। জানাচ্ছেন সবজি বিক্রেতারাই। বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। যার জেরে বেড়ে গিয়েছে টমেটোর দাম। দোকানদারদের কাছে ৭০ থেকে ৮০ টাকায় বিকোচ্ছে টমেটো।

author-image
Ritika Das
New Update
tomato.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির জেরে বেড়ে চলেছে টমেটোর দাম। বলছে বিক্রেতারা। গাজীপুর মান্ডির এক বিক্রেতা জানান, দেশে বৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। যার ফলে দোকানদারদের কাছে টমেটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। প্রতি কেজি টমেটোর দাম আরও বাড়তে পারে বলে জানান ওই সবজি বিক্রেতা। ফলে মধ্যবিত্ত মানুষদের পকেটে টান পড়তে চলেছে।