New Update
/anm-bengali/media/media_files/M0rCrINwwTl7N1zgL2ex.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একা ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি বিজেপি। ফলে এবার জোটের ওপর নির্ভর করে গড়ে উঠেছে মোদী সরকার। তবে শক্তিশালী ভূমিকা গ্রহণ করছে ইন্ডিয়া জোট। এবার লাদাখের স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ হানিফা স্থানীয় নেতাদের নিয়ে আজ দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন।
ফলে ইন্ডিয়া জোটের ক্ষমতা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন, স্বতন্ত্র সাংসদের এই সাক্ষাৎ পরবর্তীতে মোদী সরকারের চাপ বৃদ্ধির কারণ হতে পারে। ভবিষ্যতে খেলা ঘুরতে পারে বলেও মনে করছেন অনেকেই। তবে সবকিছুর উত্তরই সময় দেবে। এখন শুধু অপেক্ষার।
Mohmad Haneefa, Independent MP from Ladakh, along with local leaders met Congress leader Rahul Gandhi in Delhi today.
— ANI (@ANI) June 11, 2024
(Pic: Congress) pic.twitter.com/5Ev0sZK64x
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us