সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

author-image
Aniket
New Update
f

নিজস্ব সংবাদদাতা: সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে আজ রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে এই সাক্ষাতে আলোচনার মধ্যে উঠে এসেছে উন্নয়ন, সাংস্কৃতিক সংযোগ এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কেন্দ্রীয় প্রশাসনের সম্পর্ক আরও মজবুত করার দিক।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী তামাং সিকিমের সাম্প্রতিক উন্নয়ন প্রকল্প এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতিও সিকিমের ভূপ্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশবান্ধব প্রকল্প ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ চেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

Prem Singh Tamang-Golay

বিশেষত, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের মতো সিকিমেও কেন্দ্রীয় সহযোগিতার ওপর ভরসা রেখে দীর্ঘমেয়াদি অবকাঠামো ও শিক্ষা খাতে উন্নয়ন ঘটানোর পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে এই আলোচনা সেই দিকেই এক ইতিবাচক অগ্রগতি বলে মনে করছে রাজনৈতিক মহল।

সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গর্বিত বোধ করছি। সিকিমের উন্নয়ন এবং সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে আমরা আলাপ করেছি।” যদিও এ বিষয়ে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি, তবে একে কেন্দ্র–রাজ্য সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু দায়িত্ব গ্রহণের পর থেকেই উত্তর-পূর্ব ভারতের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন। আর সেই ধারাবাহিকতায় এই সাক্ষাৎ দুই প্রশাসনিক স্তরের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।