পরবর্তী G20 নিয়ে আশাবাদী ব্রাজিল, এজেন্ডা নিয়ে এল বড় মন্তব্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০-এর সভাপতির দায়িত্ব প্রেসিডেন্ট লুলা দা সিলভার হাতে তুলে দেন গতকাল রবিবার।

author-image
SWETA MITRA
New Update
brazill.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের তরফে আয়োজিতজি-২০ (G 20 Summit) নিয়ে বিশ্বের তাবড় তাবড় নেতারা মন্তব্য করেছেন। এক কোথায় বলতে গেলে, বর্তমানে গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের ওপর। এরই মাঝে আবারও বড় মন্তব্য করে শিরোনামে উঠে এলেনব্রাজিলেরপ্রেসিডেন্টলুইজইনাসিওলুলাদাসিলভা (Luiz Inácio Lula da Silva)। তিনিবলেছেন, 'আগামীবছরজি-২০শীর্ষসম্মেলনআয়োজনকরাব্রাজিলেরজন্যঅনেকদায়িত্ব।আমরাশীর্ষসম্মেলনেবৈষম্যইস্যুটিকেমূলইস্যুহিসাবেরাখব।আরেকটিবিষয়যাআমরাআলোচনাকরতেযাচ্ছিতা'শক্তিরূপান্তর।পরিচ্ছন্নজ্বালানিউৎপাদনেব্রাজিলেরঅসাধারণসম্ভাবনারয়েছে।বহুপাক্ষিকপ্রতিষ্ঠানগুলোরসংস্কারনিয়েওআমরাআলোচনাকরতেযাচ্ছি।আমরাজাতিসংঘেরনিরাপত্তাপরিষদেরস্থায়ীসদস্যপদনিয়েওআলোচনাকরতেচাই।‘