/anm-bengali/media/media_files/wZFHe1CUoedHwM5ofryg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৩ সালের ২৪ থেকে ২৬ মে তিন দিনের ঝাড়খণ্ড সফর শুরু করবেন। সফরকালে রাষ্ট্রপতি মুর্মু ঝাড়খণ্ডের রাঁচি ও কুন্তি জেলা সফর করবেন।
রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৪ মে রাষ্ট্রপতি রাঁচিতে ঝাড়খন্ড হাইকোর্টের নতুন ভবনের উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতি মুর্মু ২০২৩ সালের ২৫ মে খুন্তিতে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক আয়োজিত একটি মহিলা সম্মেলনে যোগ দেবেন। একই দিনে তিনি রাঁচির নামকুমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন। এদিন সন্ধ্যায় তিনি রাঁচির রাজভবনে তাঁর সম্মানে ঝাড়খণ্ড সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।