'প্রতিভাকে চিনুন', নারী সম্মেলনে বার্তা রাষ্ট্রপতির

নিজেদের প্রতিভাকে খুঁজে বের করে, আত্মবিশ্বাসের সঙ্গে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

author-image
Pallabi Sanyal
New Update
1

নিজস্ব সংবাদদাতা : নিজেদের প্রতিভাকে খুঁজে বের করে, আত্মবিশ্বাসের সঙ্গে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের খুন্তিতে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক আয়োজিত একটি  সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। নারী সম্মেলনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি বলেন, ''আমি বিশ্বাস করি যে নারীর ক্ষমতায়নের সামাজিক ও অর্থনৈতিক উভয় দিকই সমান গুরুত্বপূর্ণ। আমাদের ঝাড়খণ্ডের পরিশ্রমী বোন ও কন্যারা রাজ্যের অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। আমি আপনাদের সকল বোনদের প্রতি আহ্বান জানাব, আপনারা আপনাদের প্রতিভাকে চিনুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান।'' একই সঙ্গে পণ নেওয়ার মতো ঘৃণ্য অপরাধের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ''দুর্ভাগ্যবশত, আমাদের সমাজের অনেক মানুষ, এমনকি সুশিক্ষিতরাও আজ পর্যন্ত যৌতুক প্রথা ত্যাগ করতে পারেনি। এটি একটি লজ্জাজনক কলঙ্ক। এ প্রসঙ্গে আদিবাসী সমাজের দৃষ্টান্ত সকল দেশবাসীর জন্য অনুকরণীয়।'' সকল মহিলার উদ্দেশ্যে তিনি এদিন বার্তা দেন, ''আমি আপনাদের সবাইকে বলতে চাই যে একজন নারী হওয়া বা উপজাতীয় সমাজে জন্ম নেওয়া খারাপ কিছু নয়। আমার গল্প আপনাদের সবার জানা। আমি একজন নারী হিসেবে গর্বিত এবং একটি আদিবাসী সমাজে জন্মগ্রহণ করেছি।''