/anm-bengali/media/media_files/pbxWDuDLPFn27jyQ5txA.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কারগিল বিজয় দিবস উপলক্ষে আজ এক আবেগঘন বার্তায় শহিদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, “মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গকারী বীর জওয়ানদের প্রতি জানাই অন্তরের গভীর শ্রদ্ধাঞ্জলি।” রাষ্ট্রপতির এক্স (পূর্বতন টুইটার) বার্তায় লেখা হয়েছে, "এই দিনটি আমাদের বীর জওয়ানদের অসাধারণ বীরত্ব, সাহস এবং অটল সংকল্পের প্রতীক। জাতির জন্য তাঁদের নিষ্ঠা ও চরম আত্মত্যাগ দেশের নাগরিকদের চিরকাল অনুপ্রাণিত করবে। জয় হিন্দ! জয় ভারত!"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Hmk9KVqLorhEu0kJmFGg.jpg)
১৯৯৯ সালের এই দিনে কারগিল যুদ্ধের বিজয়ের স্মরণে গোটা দেশজুড়ে পালিত হয় ‘কারগিল বিজয় দিবস’। প্রতি বছর ২৬ জুলাই তারিখে দেশবাসী শ্রদ্ধা জানায় সেইসব সাহসী সেনানীদের, যাঁরা অপারেশন বিজয়ে অংশ নিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হাত থেকে ভারতের ভূমি পুনরুদ্ধার করেন। রাষ্ট্রপতির এই বার্তা দেশজুড়ে বীর শহিদদের প্রতি নতুন করে শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। কেন্দ্র ও রাজ্যস্তরে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হচ্ছে। সেনাবাহিনী, প্রাক্তন সেনানী ও নাগরিকদের অংশগ্রহণে দেশজুড়ে গৌরবের আবহ তৈরি হয়েছে। রাষ্ট্রপতির এই বার্তায় দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত প্রতিটি জওয়ানের আত্মত্যাগকে জাতীয় স্তরে কুর্নিশ জানানো হয়েছে। দিনটি আরও একবার মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও সীমান্ত রক্ষার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন আমাদের বীররা।
President Droupadi Murmu tweets, "On the occasion of Kargil Vijay Diwas, I pay my heartfelt tribute to the brave soldiers who sacrificed their lives for the motherland. This day symbolises the extraordinary valour, courage, and steadfast determination of our jawans. Their… pic.twitter.com/Lqd6iqXxlg
— ANI (@ANI) July 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us