/anm-bengali/media/media_files/9c7rMcYGNGdA9wJVhQkl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে কেরালার মালাপ্পুরম জেলার তানুর উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি বলেন, "কেরালার মালাপ্পুরমে নৌকা দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া ব্যক্তিদের জন্য মঙ্গল কামনা করছি।"
রাষ্ট্রপতির পাশাপাশি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ধনখড় বলেন, "নৌকাডুবির ফলে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি সবার নিরাপদ উদ্ধার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
President Droupadi Murmu expresses condolences over Malappuram boat accident.
— ANI (@ANI) May 7, 2023
"The tragic loss of lives in the boat mishap at Malappuram, Kerala is extremely shocking and saddening. My heartfelt condolences to the families who lost their loved ones. I pray for well-being of the…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us