/anm-bengali/media/media_files/C5jFZWoLFUgjZohUmRm3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: জম্মু তে পুরোদমে শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রার প্রস্তুতি। জম্মু কে অমরনাথ যাত্রার প্রথম বেস ক্যাম্প হিসেবেই ধরা হয়। জম্মুর যাত্রী নিবাসে সমস্ত মেরামত এবং অন্যান্য ব্যবস্থাপনা প্রায় শেষের দিকে । তীর্থযাত্রীদের জন্য কমিউনিটি সেন্টারগুলো সংরক্ষিত করা হয়েছে। আবহাওয়ার কারণে যাত্রা যদি বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে সেখানে । বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে এমনটাই জানালেন জম্মুর জেলা প্রশাসক অবনি লাভাসা। এখানে স্পট রেজিস্ট্রেশন ক্যাম্প ২০ তারিখ এর পর স্থাপন করা হবে। এখান থেকেই পাওয়া যাবে কনভয়। গত বছর আকস্মিক বন্যার কারণে বেস ক্যাম্পে ১৬ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছিলেন তাই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় নিরাপদ স্থানে ক্যাম্প স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জরুরি অবস্থা মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার মোতায়েন করার নির্দেশ দিয়েছেন জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এই বছর প্রায় ৫ লক্ষ তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। যা ১লা জুলাই থেকে শুরু হতে চলেছে। গত বছরে ৩.৪৫ লক্ষ তীর্থযাত্রী এই মন্দির দর্শনে গিয়েছিলেন।
#WATCH | Jammu, J&K: Preparations for Amarnath Yatra going on in full swing in Jammu. The annual Amarnath Yatra will be starting from July 1 to 31 August. pic.twitter.com/dbcPpUguUN
— ANI (@ANI) June 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us