New Update
/anm-bengali/media/media_files/8ZCj6iawYCv6ZIiTKcBn.jpg)
নিজস্ব সংবাদদাতা : জি-২০ সম্মেলনকে সামনে রেখে দিল্লির লীলা প্যালেস হোটেলেও চলছে চূড়ান্ত প্রস্তুতি। খাবারেও লাগত জি-২০ সম্মেলন উপলক্ষ্যে অভিনবত্বের ছোঁয়া। হোটেলের অতিথিদের জন্য থাকছে নতুন নতুন সব খাবার। মেনুতে কী থাকছে? পেস্ট্রি শেফ আস্তিক ওবেরয় জানিয়েছেন যে অতিথিদের জন্য একটি রন্ধনসম্পর্কীয় দল গঠন করা হয়েছে। যেখানে বাজরার আন্তর্জাতিক বছর উদযাপন করা হচ্ছে সেখানে ৫ ধরনের বাজরা ব্যবহার করে তৈরি বাজরা বারগুলি কিউরেট করা হয়েছে। তাজা বেরি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের বিদেশী টার্ট রয়েছে। ১০০ শতাংশ চকলেট দিয়ে তৈরি পদও রয়েছে। বিভিন্ন ধরণের পনির রয়েছে। রয়েছে ভারতীয় মিষ্টিও।
#WATCH | G20 Summit | Preparations underway at Delhi's Leela Palace hotel pic.twitter.com/flzMflcew5
— ANI (@ANI) September 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us