সাতসকালে মেগা চমক কংগ্রেসের, রাজ্যে রাহুল গান্ধীর বড় কাটআউট

চমকে দিল কংগ্রেস। লোকসভা ভোটের আগে শুরু হচ্ছে দলের নতুন যাত্রা।

author-image
SWETA MITRA
New Update
rahul bharat.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকেই কংগ্রেসের শুরু হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। আজ মণিপুরের (Manipur) থৌবালের খোংজমে কংগ্রেসের ভারত জোড় ন্যায় যাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ থাউবাল থেকে শুরু হবে। ১১০টি জেলার মধ্য দিয়ে ৬৭ দিনে ৬,৭০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই যাত্রা।