G20 Summit : তুঙ্গে প্রস্তুতি! রাজধানীর রাজপথে পুলিশ

রাজধানীতে শুরু জি-২০ সম্মেলনের প্রস্তুতি। পথে পুলিশ। চলছে রুট ম্যাপ ঠিক করা থেকে ট্রাফিকের বদল। কোন পথে যাবে সাধারণ মানুষ? কোন পথ এড়াবে? দফায় দফায় চলছে মহড়া।

author-image
Pallabi Sanyal
New Update
123

নিজস্ব সংবাদদাতা : সামনেই জি ২০ সম্মেলন। রাজধানীতে রবিবার দফায় দফায় চলছে প্রস্তুতি। পুলিশের তরফে আয়োজন করা হয়েছে মহড়ার। গুরুত্বপূর্ণ বৈঠকে যেমন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনেতারাও যোগ দেবেন বৈঠকে। রাজধানীর পথে তাই পুলিশ।  পরামর্শ দিয়েছে 'জি ২০ ভার্চুয়াল হেল্প ডেস্ক' -এ রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেটগুলি অনুসরণ করার। বলাই বাহুল্য, ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা তো রয়েইছে, সাধারণ মানুষের জন্য কোন পথ খোলা থাকবে, কোন পথ বন্ধ থাকবে সেই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। ব্যাপক যানজটের আশঙ্কাও করা হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রিত হলে বিকল্প রুট কী হবে সেই প্রশ্নও থেকে যাচ্ছে।

Delhi Traffic Police Imposing Rs 1000 Fine On People Not Wearing Seatbelt -  BW Businessworld

রবিবার সকাল ৮টা থেকে একঘন্টা মহড়া চলেছে দিল্লি পুলিশের।  সকাল ৯.৩০ থেকে সকাল ১০টার মধ্যে হয় দ্বিতীয় মহড়া।দুপুর ১২.৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়ের মহড়া।রবিবার, মহাত্মা গান্ধী মার্গ, আইপি ফ্লাইওভার, রাজঘাট চক, শান্তি ভ্যান চক, সেলিম গড় বাইপাস, ভৈরন রোড, রিং রোড, মথুরা রোড, শেরশাহ রোড, সি-হেক্সাগন, মানসিংহের গোলচত্বরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।  রোড, গোল মেথি, তিন মূর্তি, যশবন্ত প্লেস, ব্রিগেডিয়ার হোশিয়ার সিং মার্গ এবং টলস্টয় মার্গে যানজটের পূর্বাভাস। মহড়ার সময় সময় যাত্রীদের মেট্রো পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।একইভাবে শনিবারও মহড়া অনুষ্ঠিত হয়। যাত্রীরা উত্তর-দক্ষিণ করিডোরের জন্য রিং রোড, আশ্রম চক, সারাই কালে খান, দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে, নয়ডা লিঙ্ক রোড, পুস্তা রোড, যুধিষ্ঠির সেতু, আইএসবিটি কাশ্মীরি গেট, রিং রোড এবং মজনু কা টিলা ব্যবহার করতে পারে বলে পুলিশ জানিয়েছে।নতুন দিল্লি এবং পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশন বা বিমানবন্দরে ভ্রমণের জন্য যাত্রীদের তাদের ব্যক্তিগত যানবাহন, অটো-রিকশা এবং ট্যাক্সি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।