প্রয়াগরাজে ফুঁসছে গঙ্গা, অদ্ভুত ঘটনায় আতঙ্ক মাঝিরা

এত শক্তিশালী ঝড় প্রথমবার এখানে দেখা গেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
wrsgvv

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝড়ের কারণে গঙ্গা নদীর জলস্তর আচমকায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। জলের মধ্যে দেখা যাচ্ছে ঢেউ। গত রাতের পর আজকেও একই ছবি ধরা পড়লো সেখানে।

এই প্রসঙ্গে প্রয়াগরাজের একজন নৌকা চালক রাকেশ বলেন, "ঢেউ এত উপরে উঠছে যে অনেক নৌকা ডুবে গেছে। এখানকার সকল দরিদ্র মানুষ চিন্তিত। অনেকেই তাদের নৌকা খুঁজে পাচ্ছেন না। এত শক্তিশালী ঝড় প্রথমবার এখানে দেখা গেল"।

আরেকজনের কথায়, "আমি কখনও এমন ঝড় দেখিনি। গত রাত থেকে এটি চলছে। নদীতে সমুদ্রের মতো ঢেউ তৈরি হচ্ছে। এখানকার সকলেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে"।