ঘুম ভেঙেছে কংগ্রেসের ! ফের কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর

কি বললেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারে কংগ্রেসের 'এসআইআর'/SIR (Special Intensive Revision) বিরোধী পদযাত্রা নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন,''এটা দেখে ভালো লাগছে যে অন্তত কংগ্রেসের ঘুমটা ভেঙেছে। তবে কর্মসংস্থানের অভাবে প্রতিদিন বিহারের ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে, অথচ এর জন্য কোনও পদযাত্রা করা হয়নি। এখন তারা 'এসআইআর' ইস্যুতে পদযাত্রা করছে, তো করতে দিন।"

prashant kishorq2.jpg