New Update
/anm-bengali/media/media_files/7nXm8rEfUX9HAXWh8cCb.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে বিহারবাসীর জন্য ফের এক বড় বার্তা দিলেন প্রশান্ত কিশোর। তিনি বলেন,''আমি বিহারের ভোটারদের শুধু একটা কথাই বলব যে আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। যখন আপনারা একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচিত করেন, তখন সেই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদের মনোবল গোটা রাজ্যে বেড়ে যায়।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/AMb58Ygqva0Un9KcPJnA.jpg)
এরপর তিনি বলেন,''আমি সবসময় বলি যে যদি আপনারা একজন ভালো মানুষকে পরাজিত করেন, তবে শত শত ভালো মানুষের মনোবল ভেঙে যায়। আর যদি আপনারা একজন ভুল (wrong) মানুষকে নির্বাচিত করেন, তবে শত শত দুর্নীতিগ্রস্ত মানুষের মনোবল বেড়ে যায়। আর তারা তখন দুর্নীতি করতে আর ভয় পায় না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us