দুর্নীতিগ্রস্ত মানুষকে নির্বাচিত করলে সমাজেও দুর্নীতি বাড়ে ! নির্বাচনের আগে বিহারবাসীর জন্য বড় বার্তা দিলেন প্রশান্ত কিশোর

কি বার্তা দিলেন প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে বিহারবাসীর জন্য ফের এক বড় বার্তা দিলেন প্রশান্ত কিশোর। তিনি বলেন,''আমি বিহারের ভোটারদের শুধু একটা কথাই বলব যে আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। যখন আপনারা একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচিত করেন, তখন সেই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদের মনোবল গোটা রাজ্যে বেড়ে যায়।"

prashant kishorq2.jpg

এরপর তিনি বলেন,''আমি সবসময় বলি যে যদি আপনারা একজন ভালো মানুষকে পরাজিত করেন, তবে শত শত ভালো মানুষের মনোবল ভেঙে যায়। আর যদি আপনারা একজন ভুল (wrong) মানুষকে নির্বাচিত করেন, তবে শত শত দুর্নীতিগ্রস্ত মানুষের মনোবল বেড়ে যায়। আর  তারা তখন দুর্নীতি করতে আর ভয় পায় না।"