BREAKING: ব্যক্তিগত জীবন নিয়ে কার কি যায় আসে ? এবার তেজ প্রতাপকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর

কি বললেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ?

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq2.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার লালু প্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপ যাদব সম্পর্কে নিজের প্রতিক্রিয়া দিলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন,''লালুজির ছেলে কী করে, কী করে না, কাকে বিয়ে করে বা কাকে ছেড়ে দেয়,এটা তাদের পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এগুলি নিয়ে বিহারের সাধারণ মানুষের কিছু যায় আসে না।'' এই কথার মাধ্যমে  তিনি ইঙ্গিত দেন, বিহারের জনতার কাছে আসল ইস্যু হওয়া উচিত উন্নয়ন ও শাসন ব্যবস্থা, কারোর ব্যক্তিগত সম্পর্ক নয়।

tej pratap former wife